Site icon Jamuna Television

আবারও ১৪ দিনের জেল হেফাজতে পার্থ-অর্পিতা

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে শিক্ষা দফতরে নিয়োগ দুর্নীতি মামলায় বরখাস্ত হওয়া মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে আবারও ১৪ দিনের জেল হেফাজতে পাঠালেন কলকাতার ব্যাঙ্কশাল বা নগর দায়রা আদালত। খবর নিউজ এইটিনের।

এর ফলে তাদের ৩১ আগস্ট পর্যন্ত কারাগারেই থাকতে হবে। বৃহস্পতিবার আদালতে তোলা হয় পার্থ-অর্পিতাকে। এ সময় টেকনিক্যাল কারণ দেখিয়ে জামিন আবেদন করেন সাবেক শিক্ষামন্ত্রীর আইনজীবী। কিন্তু সেটি খারিজ করে দেন বিচারক। উল্টো আরও দু’সপ্তাহ দেয়া হয় বিচার বিভাগীয় হেফাজতে। জেলে থাকাকালে তাদের জিজ্ঞাসাবাদের সুযোগ পাবেন জাতীয় গোয়েন্দা সংস্থা- ইডির কর্মকর্তারা।

গেল ২২ জুলাই দুর্নীতি মামলায় গ্রেফতার হন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়। বিপুল অর্থ-সম্পদ গোপনের অভিযোগে আটক হয় বান্ধবী অর্পিতাও।

ইউএইচ/

Exit mobile version