Site icon Jamuna Television

বড়বোনের সাথে প্রেমে ব্যর্থ হয়ে ছোট বোনকে অপহরণ

বড়বোনের কাছে প্রেমে ব্যর্থ হয়ে ছোট বোনকে অপহরণ করে মুক্তিপণ দাবি মো. সায়ের আলম পাভেল নামের এক যুবক। এ ঘটনায় অপহৃত তরুণীকে উদ্ধার করে পাভেল ও তার দুই সহযোগীকে টাঙ্গাইলের মির্জাপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ আগস্ট) সকালে তেজগাঁওয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির উপ কমিশনার আজিমুল হক। পাভেল নিজেকে কখনও বিবিএ, এমবিএ ডিগ্রিধারী কখনও বা ম্যাজিস্ট্রেটের ছেলে বলে দাবি করতেন। তবে তার প্রকৃত পেশা ছিল রংমিস্ত্রি।

১৪ ই আগস্ট নিজ বাসা থেকে নিখোঁজ হন ক্লাস এইটে পড়ুয়া শিক্ষার্থী আয়েশা। ১৮ আগস্ট তার বাবার করা অপহরণ মামলায় মাঠে নামে থানা পুলিশ। পুলিশ বলছে, আয়েশার মেজো বোনের সঙ্গে প্রেমে ব্যর্থ হয়ে আয়েশাকে অপহরণ করেন পাভেল।

/এডব্লিউ

Exit mobile version