Site icon Jamuna Television

ইরানে পালিয়ে যাওয়ার সময় ‘বিদ্রোহী’ তালেবান কমান্ডার নিহত

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের হেরাত প্রদেশ দিয়ে ইরানে পালিয়ে যাওয়ার সময় তালেবান সীমান্ত বাহিনীর গুলিতে নিহত হয়েছেন মাওলাভি মুজাহিদ নামে এক ‘বিদ্রোহী’ তালেবান কমান্ডার। তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

মাওলাভি মুজাহিদই একমাত্র হাজারা তালেবান কমান্ডার যিনি তালেবান সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলেছিলেন। তালেবানের দেয়া বিবৃতিতে মাওলাভি মুজাহিদকে ‘বিদ্রোহী’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

১৩ বছর আগে তালেবানে যোগ দেন মুজাহিদ। সেই সময়ে বিদেশিরা আফগানিস্তানে করছিল। মুজাহিদ দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশগুলিতে রিপাবলিকান পার্টির পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তবে তালেবান ক্ষমতা গ্রহণের দশ মাসেরও বেশি সময় পর তালেবান গোষ্ঠীর সমালোচনা শুরু করেন মুজাহিদ।

প্রতিবেদন অনুসারে, মাওলাভি মুজাহিদ তালেবান সরকারে আরও হাজারাদের অংশগ্রহণ চেয়েছিলেন। কিন্তু তালেবান নেতারা তার মতামতকে উপেক্ষা করেন।

আরও পড়ুন: জরুরি অবস্থার মধ্যেই ফের উত্তাল শ্রীলঙ্কা

তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দেশটিতে বিস্ফোরণ এবং হামলা একটি নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেই সাথে বেসামরিক মানুষ হত্যা, মসজিদ ও মন্দির ধ্বংস করা, মহিলাদের ওপর হামলা করার মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও ঘটে চলছে।

সূত্র: এনডিটিভি।

জেডআই/

Exit mobile version