Site icon Jamuna Television

গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি, ২ জেলে নিহত, নিখোঁজ ২

নোয়াখালী প্রতিনিধি:

মৌসুমী বায়ুর প্রভাবে লঘুচাপের কারণে ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের পার্শ্ববর্তী বঙ্গোপসাগরের ধমারচর এলাকায় মাছ ধরার ট্রলার এম বি সিরাজ ডুবে গেছে। এতে ট্রলারে থাকা ১৬ জেলের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন। অপর ১২ জেলে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন ২ জন। শুক্রবার (১৯ আগস্ট) সকালে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ট্রলারটি।

নিহত জেলেদের উদ্ধারকারী লুৎফুল্লাহিল মজিব নিশান বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল ১৬ জন জেলে নিয়ে মাছ ধরতে গভীর সমুদ্রে যায় এম বি সিরাজ নামের ট্রলারটি। গভীর রাত পর্যন্ত মাছ ধরা শেষ করে শুক্রবার ভোরে ঘাটের উদ্দেশে যাত্রা করলে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ট্রলারটি। এতে ট্রলারে থাকা ১৬ জেলে সাগরে পড়ে যায়। পরে পাশে থাকা ‘এম বি ইয়ামিন চৌধুরীর’ ট্রলারে ১২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

জোয়ারের আঘাতে ডুবে যাওয়া ট্রলারটি পাশের একটি চরে গিয়ে আটকা পড়লে লুৎফুল্লাহিল মজিব নিশানের ট্রলার দিয়ে ক্ষতিগ্রস্ত ট্রলারের ভেতর থেকে ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

/এডব্লিউ

Exit mobile version