Site icon Jamuna Television

কারাগার থেকে বাসায় ফিরেছেন আসিফ

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন। কেন্দ্রীয় কারাগারে তার জামিন আদেশ পৌঁছানোর পর বিকেল সাড়ে ৪টার দিকে ছাড়া পান তিনি। এরপর স্ত্রী সালমা আসিফসহ কাছের মানুষদের নিয়ে বাসায় ফেরেন।

কণ্ঠশিল্পী শফিক তুহিনের করা মামলায় ১০ হাজার টাকা মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল করার আগ পর্যন্ত এ জামিন বহাল থাকবে। সোমবার ঢাকা মহানগর হাকিম কেশব রায় তার জামিন আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

ঈদের আগে আসিফ আকবরের মুক্তি নিয়ে ভক্তরা মিশ্র অনুভূতির ভেতর দিয়ে যাচ্ছিলেন। সোশ্যাল মিডিয়ায় প্রিয় শিল্পীকে ছাড়া ঈদ আনন্দিত হবে না বলেও মন্তব্য করছিলেন। তবে সমস্ত সংশয়কে দূরীভূত করে ঘরে ফিরেছেন তিনি।

Exit mobile version