Site icon Jamuna Television

১০ সন্তান নিলে ‘মাদার হিরোইন’ খেতাব ও নগদ পুরস্কার দেবেন পুতিন

ছবি: সংগৃহীত

এখন থেকে যে নারী ১০টি বা তার চেয়ে বেশি সন্তান নেবেন তাঁকে ‘মাদার হিরোইন’ খেতাব দেয়া হবে এবং সেই সাথে পুরস্কার হিসেবে নগদ অর্থও দেয়া হবে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সিএনবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার জনসংখ্যা ক্রমবর্ধমান হারে কমছে। জনসংখ্যার এ নিম্নগামী প্রবণতা ঠেকাতে রুশ সরকার এ উদ্যোগ নিয়েছে।

প্রকৃতপক্ষে, এই ‘মাদার হিরোইন’ খেতাবের শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। দেশটির তৎকালীন শাসক জোসেফ স্তালিন এ উদ্যোগ নিয়েছিলেন। ওই সময় দেশটির জনসংখ্যা হতাশাজনকভাবে কমে গিয়েছিল। সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯১ সালে এ প্রকল্প বাতিল করা হয়।

পুতিনের নতুন ঘোষণা অনুযায়ী, যেসব রুশ নারী ১০ বা তার বেশি সংখ্যক সন্তান জন্ম দেবেন তাদের সরকারের পক্ষ থেকে এককালীন ১০ লাখ রুবল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা) পুরস্কার দেয়া হবে।

/এনএএস

Exit mobile version