Site icon Jamuna Television

রাজধানীর মাছ বাজারে অস্বস্তি, অনেকেই ফিরছেন খালি হাতে

রাজধানীর মাছের বাজারে স্বস্তি নেই। যোগান কমেছে নদীর মাছের। উপকূল থেকে কমেছে ইলিশের সরবরাহও। আর এর প্রভাবে চড়া চাষের মাছের মোকামে। সপ্তাহের ব্যবধানে কেজিতে অন্তত ৫০ টাকা বেড়েছে বিভিন্ন ধরনের মাছের দাম। অনেক ক্রেতা পছন্দের মাছও কিনতে পারছেন না।

রাজধানীর কারওয়ানবাজারে, বেড়েছে সব ধরনের মাছের দাম। মান ভেদে কেজিতে বেড়েছে ৫০ থেকে ৬০ টাকা। প্রতি কেজি পাবদা বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা, রুই ৩০০-৩৫০ টাকা, তেলাপিয়া ১৮০ থেকে ২২০ টাকা ও কৈ মাছ ২২০ থেকে ২৮০ টাকায়। ক্ষুব্দ ক্রেতারা বলছেন, পছন্দের মাছ কিনতে হিমশিম খাচ্ছেন তারা। অনেকেই মাছ কিনতে না পেরে খালি হাতে ফিরে যাচ্ছেন। সাধ ও সাধ্যের সংকুলান করা দুরুহ হয়ে পড়েছে বলে আক্ষেপ করছেন তারা।

বিক্রেতারা বলছেন, জ্বালানি তেলের মূল্যের প্রভাবে পরিবহন খরচ বেড়েছে। মাছের খাবারের বাড়তি দরে প্রভাব পড়েছে বাজারে। নদীর মাছের সরবরাহ কিছুটা কমলেও চাষের মাছের যোগান ভালো বলেও জানালেন তারা।

/এডব্লিউ

Exit mobile version