Site icon Jamuna Television

যশোরের বাঘারপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাই-বোনের মৃত্যু

ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, যশোর:

যশোরে বাঘারপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই-বোনের মৃত্যু ̈হয়েছে। নিহতরা হলো জান্নাতুন নাইম সামিরা (৪) ও তার ভাই হুসাইন আকাশ (১২)। তারা উপজেলার ভদ্রডাঙ্গা গ্রামের কবির হোসেনের সন্তান।

শুক্রবার (১৯ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার ভদ্রডাঙ্গা গ্রামের কবির উদ্দিনের নির্মাণাধীন বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। শিশু দুটির পিতা কবির হোসেন জানান, তিনি গ্রামে একটি বাড়ি নির্মাণ করছেন। দুই শিশু সন্তান নিয়ে তিনি যশোর থেকে গ্রামের বাড়িতে যান। বাড়ির নিচের একটি দোকানের সাইনবোর্ডে বিদ্যুতের লাইন দেয়া ছিল। শিশুরা ছাদে উঠে একটি তার দেখে তা টান দিলে তারটি ছিড়ে যায় এবং দুজনই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়।

পরে তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এসজেড/

Exit mobile version