Site icon Jamuna Television

ডিমের বাজারের অস্থিরতা কমেনি এখনও, ভোক্তার অভিযান চলছে

ডিমের বাজারের অস্থিরতা এখনও কমেনি। পাইকারিতে কিছুটা দাম কমলেও খুচরা বাজারের সাথে তার বিস্তর পার্থক্য। ক্রেতারা বলছেন, খুচরাতে প্রতি ডজনে তাদের গুণতে হচ্ছে প্রায় দেড়শো টাকা। এদিকে, আজও ডিমের বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রাজধানীর মিরপুর শাহ আলী মাকের্টে বেশি দামে বিক্রি ও মূল্য তালিকা না রাখায় দুই দোকানিকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকারের কর্মকর্তারা অভিযানে গিয়ে দেখতে পান কিছু খুচরা ব্যবসায়ী ক্রয় রশিদ ছিড়ে ফেলছেন। পাইকাররা ইচ্ছেমতো দাম বাড়ানোর প্রমাণও পান কর্মকর্তারা।

তারা জানান, পাইকাররা মুখে যে দামের কথা বলছেন তার সাথে ক্রয় রশিদের মিল নেই। এই বাজারে পাইকাররা প্রতি ডজন ১১৫ টাকা বলে জানান। কিন্তু ক্রেতাদের দাবি, খুচরা বাজারে ডজনে গুনতে হচ্ছে ১৩৫ থেকে ১৪৫ টাকা। আবার আড়তে প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে ১০২ টাকা দরে।

/এডব্লিউ

Exit mobile version