Site icon Jamuna Television

সালমাদের জন্য ২ কোটি টাকা বোনাস ঘোষণা বিসিবির

একটি জয়েই আমূল বদলে গেছে দৃশ্যপট। আজ রোববার কুয়ালালামপুরে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর সর্বত্র এখন হইচই। ‘হতদরিদ্র’ অবস্থায় দিন কাটানো নারী ক্রিকেটারদের প্রতি সদয় হয়েছে বিসিবি। আজ সোমবার বোর্ড মিটিংয়ের পর সংস্থাটি নারী ক্রিকেট দলের জন্য ২ কোটি টাকা বোনাস ঘোষণা করেছে।

গতকাল এশিয়া কাপের ফাইনালে টান টান উত্তেজনাকর খেলায় বাংলাদেশ নারীদল ভারতকে হারায়। ভারতের দেয়া ১১৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে জয়ের রান সংগ্রহ করে বাংলাদেশ।

বর্তমানে নারী ক্রিকেটারদের বেতন কাঠামোসহ নানা সুযোগ সুবিধায় ব্যাপক ঘাটতি রয়েছে। ১৭ জন নারী ক্রিকেটার বিসিবির সাথে চুক্তিবদ্ধ আছেন বেতনধারী হিসেবে। তাদের বেতন ১০ হাজার থেকে সর্বোচ্চ ৩০ হাজার টাকা। ছেলেদের ক্ষেত্রে এই অংক সর্বনিম্ন লাখের কোটায়।

ছেলেদের জাতীয় লিগে প্রথম স্তরে ম্যাচ ফি ২৫ হাজার টাকা, দ্বিতীয় স্তরে ২০ হাজার। বিসিএলে ম্যাচ ফি ৫০ হাজার টাকা। মেয়েদের জাতীয় চ্যাম্পিয়নশিপ ম্যাচ ফি ৬০০ টাকা মাত্র!

Exit mobile version