Site icon Jamuna Television

সমুদ্রে তিন নম্বর সতর্কতা সংকেত জারি, বিচ্ছিন্ন সেন্টমার্টিন দ্বীপ

কক্সবাজার প্রতিনিধি:

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শুক্রবার (১৯ আগস্ট) সকালে নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে কক্সবাজার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদফতর। এর ফলে টেকনাফের সাথে সেন্টমার্টিন দ্বীপের সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে।

নিম্মচাপের কারণে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে কক্সবাজারে। বৃষ্টির পাশাপাশি উপকূলে ঝড়ো হাওয়া বইছে। ঝড়ো হাওয়ার কবলে পড়ে সেন্টমার্টিন দ্বীপে একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

এনিয়ে সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান জানিয়েছেন, গত পূর্ণিমার সময় নিম্নচাপের প্রভাবে তিন নম্বর সতর্কতা সংকেত থাকায় প্রায় দশদিন সেন্টমার্টিন দ্বীপের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। মাঝখানে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে নৌ যোগাযোগ শুরু হয়। কিন্তু সাগরে আবারও তিন নম্বর সংকেত দেয়ায় গত দুদিন ধরে টেকনাফের সাথে সেন্টমার্টিন দ্বীপের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। এর ফলে সেন্টমার্টিন দ্বীপে নিত্য প্রয়োজনীয় পণ্য ও খাদ্য সামগ্রীর সংকট দেখা দিয়েছে বলে জানান তিনি।

এদিকে, টানা তিন দিনের ছুটি থাকায় কক্সবাজারে লাখো পর্যটকের সমাগম হয়েছে। সাগর উত্তাল থাকায় পর্যটকদের সামলাতে হিমসিম খাচ্ছেন লাইফ গার্ড ও ট্যুরিস্ট পুলিশ সদস্যরা। সৈকতে পর্যটকদের গোসল করার ব্যপারে বারবার সতর্ক করতে হচ্ছে তাদের।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানিয়েছেন, সাগর উত্তাল থাকার কারণে পর্যটকদের পানিতে নামতে নিরুৎসাহিত করা হচ্ছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক সজাগ রয়েছে ট্যুরিস্ট পুলিশ।

এসজেড/

Exit mobile version