Site icon Jamuna Television

বঙ্গোপসাগরে ধরা পড়লো আধা মণ ওজনের দাতিনা মাছ, দাম ১ লাখ ৯০ হাজার

বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে আধা মণ ওজনের একটি দাতিনা মাছ। ১ লাখ ৯০ হাজার টাকায় বিক্রি হয়েছে মাছটি। বুধবার রাতে বরগুনার পাথরঘাটায় ধরা পড়ে মাছটি।

আজ সকালে বাগেরহাটের কে বি বাজারের বিশ্বাস ফিস আড়তে তোলা হয় এটি। ৪ লাখ ৬৫ হাজার টাকা মণ হিসাবে ১৯ কেজি ৪শ’ গ্রাম ওজনের দাতিনা মাছটি বিক্রি হয় ১ লাখ ৯০ হাজার টাকায়।

পাইকার জানান, মাছটি পিরোজপুরে নিয়ে বিক্রি করবেন তিনি। বড় আকারের দাতিনা মাছে ৫শ’ থেকে ৭শ’ গ্রাম ওজনের ফুসফুস থাকে। স্থানীয়ভাবে যা পেটা নামে পরিচিত। দাতিনা মাছের ফুসফস দুই থেকে আড়াই লাখ টাকায় বিক্রি হয় বলে জানান মৎস্য ব্যবসায়ীরা।

আরও পড়ুন: ৩১৭ কিলো‌মিটার পা‌য়ে হেঁটে বঙ্গবন্ধুর সমা‌ধি‌তে এসে‌ছেন ময়মন‌সিং‌হের মোস্তফা

জেডআই/

Exit mobile version