Site icon Jamuna Television

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ ১১

নিম্নচাপের কারণে উত্তাল সাগর।

কক্সবাজার প্রতিনিধি:

বঙ্গোপসাগরে কক্সবাজার নাজিরারটেক চ্যানেলে ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এসময় ট্রলারে থাকা ১৮ জন মাঝিমাল্লা থেকে ৮ জনকে উদ্ধার করা গেলেও ১১ জন নিখোঁজ রয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। জানা যায়, নিম্মচাপের কারণে সাগর উত্তাল থাকায় তীরে ফেরার পথে জাকির হোসেনের ‘এফবি মায়ের দোয়া’ ফিশিং ট্রলারটি ডুবে যায়। এতে ৮ জনকে উদ্ধার করা গেলেও এখনো পর্যন্ত ১১ জন নিখোঁজ রয়েছে।

এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শুক্রবার সকালে নিম্নচাপে পরিণত হয়েছে। এর ফলে কক্সবাজার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদফতর। এর ফলে টেকনাফের সাথে সেন্টমার্টিন দ্বীপের সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে।

এসজেড/

Exit mobile version