Site icon Jamuna Television

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু

নিহতের স্বজনদের আহাজারি।

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে আবু কালাম (৫৫) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। নিহত আবু কালাম ওই গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।

শুক্রবার (১৯ আগস্ট) সকালে উপজেলার ফতেপুর গ্রামের বেলতলা পাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে বেড়া পরিষ্কার করছিলেন আবু কালাম। এ সময় বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মহেশপুর থানার ওসি সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে।

এসজেড/

Exit mobile version