Site icon Jamuna Television

জলিল-জমজমের দ্বন্দ্ব

অনন্ত জলিলের ফেসবুক থেকে নেয়া ছবি।

ইরানি প্রযোজক ও পরিচালক মুর্তজা অতাশ জমজমের সঙ্গে চুক্তিভঙ্গের অভিযোগ তুলে মামলার হুঁশিয়ারি দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে বিষয়টি নিয়ে মুখ খুললেন দিন: দ্য ডে-এর অভিনেতা ও বাংলাদেশ অংশের প্রযোজক অনন্ত জলিল।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় ফেসবুকে এক দীর্ঘ পোস্টের মাধ্যমে নিজের অবস্থান তুলে ধরেন অনন্ত। পোস্টে পরিচালক জমজমের সব অভিযোগ অস্বীকার করেন।

এদিকে মুর্তজা অতাশ জমজম জানান, বাংলাদেশি এ অভিনেতার বিরুদ্ধে ইরানের তেহরানে মামলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে অনন্ত জলিল লিখেছেন, আতিথেয়তায় তিনি কোনো কার্পণ্য রাখেননি। চুক্তিভঙ্গের কোনো প্রমাণ থাকলে তা দেখাতেও বলেছেন তিনি।

/এসএইচ

Exit mobile version