Site icon Jamuna Television

‘ফ্যান্টাস্টিক বিস্টস’এ ফিরছেন জনি ডেপ!

ইন্টারনেট থেকে নেয়া ছবি।

দর্শকদের জাদুর দুনিয়ায় মন্ত্রমুগ্ধ করে এবার আসছে ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ সিরিজ। জনপ্রিয় এই সিরিজের দুটি কিস্তিতে ‘গেলাট গ্রিন্ডেলওয়ার্ল্ড’ চরিত্রে অভিনয় করেছেন জনি ডেপ। তবে অ্যাম্বার হার্ড গৃহ নির্যাতনের অভিযোগ তোলার পর তৃতীয় কিস্তিতে ডেপের পরিবর্তে নেয়া হয়েছিল ম্যাডস মিকেলসেনকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মিকেলসেন জানান, ‘ফ্যান্টাস্টিক বিস্টস ফোর’-এ আবারও দেখা যেতে পারে জনি ডেপকে। সময় তো বদলেছে, আদালতেও তিনি জিতেছেন, ডেপ ফিরতেই পারেন এখন।

এদিকে, ক্যারিয়ারের বড় ধাক্কা সামলে আবার নিজেকে গুছিয়ে নিচ্ছেন জনি ডেপ। নেটফ্লিক্সের আসন্ন ফ্রেঞ্চ ড্রামা ‘জঁ দু বারি’তে দেখা যাবে তাকে।

/এসএইচ

Exit mobile version