Site icon Jamuna Television

সিঙ্গাপুরে ইতিহাস গড়লেন ট্রাম্প-কিম

আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে বহুদিনের পুরোনো সংস্কার আর চর্চা ভাঙতে পারার ফল, ঐতিহাসিক সিঙ্গাপুর বৈঠক।

সেন্তোসা দ্বীপের ক্যাপেলা হোটেলে চলা বৈঠকে, বিরতির ফাঁকে বেরিয়ে এ কথা বলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এসময় তার সাথেই ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। বৈঠকের ব্যাপারে সন্তোষ জানান তিনিও।

স্থানীয় সময় সকাল ৯টার দিকে শুরু হয় ঐতিহাসিক এ বৈঠক। প্রথম দফায় দু’নেতার একান্ত বৈঠক চলে প্রায় ৪৮ মিনিট। এরপর সহযোগীদের নিয়ে শুরু হয় দ্বিতীয় বৈঠক। আশা করা হচ্ছে, স্বল্প সময়ের এ বৈঠক থেকেই আসবে কোরীয় উপদ্বীপের পরমাণু নিরস্ত্রীকরণ, কোরীয় যুদ্ধের অবসান এবং সম্ভাব্য শান্তি চুক্তির ঘোষণা।

কোরীয় যুদ্ধের পরবর্তী ছয় দশকেরও বেশি সময়ে এই প্রথম কোন মার্কিন প্রেসিডেন্টের সাথে সরাসরি সাক্ষাৎ হচ্ছে উত্তর কোরিয়ার কোন নেতার। বৈঠকের সাফল্য নিশ্চিতে সোমবারই প্রাথমিক আলোচনা সেরে নেন ট্রাম্প ও কিমের সফরসঙ্গীরা।

বৈঠক দু’দিনে গড়াতে পারে এমন ধারণা থেকে সে প্রস্তুতিও নিয়ে রাখা হয়েছে। তবে জানা গেছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে কিম জং উন এবং সন্ধ্যায় ট্রাম্প সিঙ্গাপুর ত্যাগ করবেন।

Exit mobile version