Site icon Jamuna Television

সার্বিয়া-কসোভো উত্তেজনা, ন্যাটোর সেনা মোতায়েন

সার্বিয়ার সাথে উত্তেজনার জেরে কসোভোয় মোতায়েন করা হয়েছে ন্যাটোর সেনা। শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় প্রধান সড়কগুলোয় দেখি যায় সামরিক জোটের সেনাদের উপস্থিতি। খবর আল অ্যারাবিয়ার।

সীমান্ত ইস্যুতে দীর্ঘদিনের বিরোধ নিয়ে বৃহস্পতিবার ব্রাসেলসে আলোচনায় বসেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভিউকিক ও কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তি। মধ্যস্থতায় ছিল ইইউ। তবে কোনো চুক্তি ছাড়াই শেষ হয় বৈঠক। ইইউর পররাষ্ট্র বিষয়ক শীর্ষ প্রতিনিধি জোসেফ বোরেল জানান, আরও আলোচনার বিষয়ে একমত হয়েছেন সার্বিয়া-কসোভোর নেতা। সার্বিয়ার সাবেক প্রদেশ কসোভোকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে রাজি নয় দেশটি।

গেল ২০ বছর ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার জেরে কসোভান, সার্ব ও আলবেনিয়ান গোষ্ঠীর মধ্যে বহুবার রক্তাক্ত সংঘাত হয়।

এটিএম/

Exit mobile version