Site icon Jamuna Television

সাউদি-বোল্টের তোপে উইন্ডিজকে হারিয়ে সমতায় কিউইরা

ছবি: সংগৃহীত

স্কোরবোর্ডে নিতান্তই মাঝারি স্কোরকেও যেন দুর্লঙ্ঘনীয় করে ছাড়লেন টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। এই দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫০ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতা এনেছে নিউজিল্যান্ড।

ব্রিজটাউনে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই মার্টিন গাপটিল ও ডেভন কনওয়ের উইকেট হারায় কিউইরা। কিন্তু নিউজিল্যান্ডের স্কোর ২০০ রানের গণ্ডি পেরোয় মূলত ফিন অ্যালেনের ব্যাটে। তবে ম্যাচের বয়স যখন ৩৩ ওভার তখন বাগড়া দেয় বৃষ্টি। জেসন হোল্ডার ও ডেভন সিনক্লেয়ারের দারুণ বোলিংয়ের পর শেষ পর্যন্ত অ্যালেনের ৯৬ আর মিচেলের ৪১ রানে ভর করে ২১২ করে ব্লাকক্যাপরা।

জবাবে ব্যাটিং করতে নেমে ২৭ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। মাঝে আবারও বৃষ্টিতে ম্যাচ বন্ধ থাকলে ৪১ ওভারে নামিয়ে আনা হয় ম্যাচ। শেষ দিকে আলরাজি জোসেফের ৪৯ আর ইয়ানিক কারিয়ারের ৫২ রানের ইনিসের পরও ১৬১ রানে অলআউট হয় স্বাগতিকরা। সাউদি ২২ রানে ৪ ও বোল্ট দখল করেন ১৮ রানে ৩ উইকেট।

আরও পড়ুন: বিদায় নেয়া শেষ; ম্যানইউর জার্সি পরার দ্বারপ্রান্তে ক্যাসেমিরো

/এম ই

Exit mobile version