মাঠে নামছে গানার্স, স্পার্স ও মাদ্রিদ

|

ছবি: সংগৃহীত

তিনদিন বিরতির পর আজ থেকে মাঠে গড়াবে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ। তৃতীয় রাউন্ডের ম্যাচে বিকাল সাড়ে ৫টায় মুখোমুখি হবে টটেনহ্যাম-উলভারহ্যাম্পটন। রাত সাড়ে ১০টায় বোর্নমাউথের মাঠে খেলবে প্রথম দুই ম্যাচেই জয় পাওয়া আর্সেনাল। লা লিগার ম্যাচও আছে, রাত ২টায় চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ আতিথ্য নেবে সেল্টা ভিগোর।

লা লিগায় আলমেরিয়ার বিপক্ষে জয় দিয়ে লিগ শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু আলমেরিয়ার বিপক্ষে মূল একাদশের বেশ কিছু ফুটবলারকে বিশ্রাম দেয়াতে প্রথমার্ধে গোল খেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয়ার্ধে পরিবর্তন করে জয় ছিনিয়ে নেন কার্লো অ্যানচেলেত্তি। সেল্টা ভিগো ম্যাচে আর সেই ভুল করতে চায় না চ্যাম্পিয়নরা। শুরু থেকেই দাপট দেখানোর পরিকল্পনা নিয়ে মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা। ম্যানইউতে যোগ দেয়া মিডফিল্ডার ক্যাসেমিরোর জায়গায় সেল্টা ম্যাচে মাঝমাঠের দায়িত্বে থাকবেন শুয়ামেনি। এছাড়াও ফিট হয়ে রিয়াল স্কোয়াডে ফিরেছেন রদ্রিগো ও ড্যানি কারভাহাল।

ছবি: সংগৃহীত

নতুন রিক্রুট গ্যাব্রিয়েল জেসুস, জিংচেঙ্কোদের ছোঁয়ায় ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমটা দারুণভাবে শুরু করেছে আর্সেনাল। প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে মিকেল আর্টেটার দল। বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে সেই ধারাটা ধরে রাখতে চায় গানাররা। এই ম্যাচেও আর্সেনালের আক্রমণের নেতা ব্রাজিল ফরোয়ার্ড জেসুস। তার পেছনেই গোল করার জন্য মুখিয়ে থাকবেন সাকা, ওডেগার্ড ও মার্টিনেলি। অর্থাৎ, এই ম্যাচেও একাদশে জায়গা হবে না এমিল স্মিথের।

ইতালিয়ান লিগে রাতে মাঠে নামবে জায়ান্ট ইন্টার মিলান। গেল মৌসুমে নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানের কাছে ট্রফি হারানো দলটি জয় দিয়ে শুরু করেছে নতুন মৌসুম। কিন্তু একাদশের নিয়মিত মুখ ইভান পেরিসিচ ও অ্যালেক্সিস সানচেজ ছেড়ে গেছেন ক্লাব। পেরিসিচের জায়গায় রোমা থেকে মিখতারিয়ানকে দলে ভেড়ালোও চোটের কারণে দ্বিতীয় ম্যাচও মিস করবেন এই প্লে মেকার। আর চেলসি থেকে ধারে এসে প্রথম ম্যাচেই গোল পাওয়া রোমেলু লুকাকু আক্রমণে বড় ভরসা ইন্টারের।

এদিকে বুন্দেসলিগার ম্যাচে রাতে বরুশিয়া ডর্টমুন্ড লড়বে ভের্ডার ব্রেমেনের সাথে। আর আরবি লাইপজিগের প্রতিপক্ষ ইউনিয়ন বার্লিন।

আরও পড়ুন: বিদায় নেয়া শেষ; ম্যানইউর জার্সি পরার দ্বারপ্রান্তে ক্যাসেমিরো

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply