Site icon Jamuna Television

চীনে খরা সতর্কতায় জারি ইয়েলো অ্যালার্ট

ছবি: সংগৃহীত

প্রচণ্ড তাপদাহে চীনে প্রথমবারের মতো ইয়োলে অ্যালার্ট জারি করা হয়েছে। জাতীয়ভাবে ঘোষণা করা হয়েছে খরা সতর্কতা। বেইজিং হতে ঘোষিত সতর্কতাগুলোর মধ্যে তীব্রতার দিক দিয়ে সর্বোচ্চর দুই ধাপ নিচেই রয়েছে ইয়েলো অ্যালার্ট। খবর এএফপির।

গেল কয়েকদিন ধরেই চীনের বিভিন্ন স্থানে চলছে তীব্র তাপদাহ। দক্ষিণ-পশ্চিমের ৩৪টি কাউন্টিতে শুকিয়ে গেছে ৫০টির বেশি নদী। দাবানল দেখা দিয়েছে বিভিন্ন জেলায়। মধ্যাঞ্চলের জিয়াংশি প্রদেশের ইয়াংজি নদীর গুরুত্বপূর্ণ অববাহিকাগুলোর বেশিরভাগই শুকিয়ে গেছে। গুরুত্বপূর্ণ পোয়াং হ্রদের এক চতুর্থাংশই শুকিয়ে গেছে। কর্তৃপক্ষ বলছে, সাধারণ বর্ষা মৌসুমের তুলনায় এবার জিয়াংশি প্রদেশে ৬০ শতাংশ বৃষ্টি কম হয়েছে। তাপমাত্রা কোথাও কোথাও ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।

ছবি: সংগৃহীত

দেশটির আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুসারে, আগামী ২৬ আগস্ট হতে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এছাড়া দেশটির দুর্যোগ মন্ত্রণালয়ের মতে, উচ্চ তাপমাত্রায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে ৫.৫ মিলিয়ন মানুষ। এছাড়া, জুলাই মাস থেকে শুরু হওয়া তীব্র তাপদাহে দেশটির আর্থিক ক্ষতির পরিমাণ এ পর্যন্ত ২.৭৩ মিলিয়ন ইউয়ান বা ৪০০ মিলিয়ন মার্কিন ডলার।

আরও পড়ুন: মঙ্গলগ্রহে বসবাসের কথা ভাবছেন বিজ্ঞানীরা, যেমন হবে লাল গ্রহে মানুষের ঘর

/এম ই

Exit mobile version