Site icon Jamuna Television

যুবদল সাধারণ সম্পাদক টুকুকে আটকের অভিযোগ

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

সোমবার মধ্যরাতে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি নেতা। দাবি করেন, রাত সাড়ে ১২টার দিকে উত্তরার নিজস্ব বাসভবন থেকে টুকুকে আটক করে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সরকার পরিকল্পিতভাবে টুকুকে আটক করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন দমাতে চাইছে বলেও অভিযোগ করেন রিজভী। টুকুর বাসার কেয়ারটেকার জানান, রাতে বাসার সামনে থেকে পুলিশ সদস্যরা টুকুর হাতে হ্যান্ডকাফ পড়িয়ে গাড়িতে তুলে নিয়ে যায়।

Exit mobile version