Site icon Jamuna Television

অনুশীলনে পায়ে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছেন হাসান মাহমুদ

এশিয়া কাপের জন্য আজ শনিবার (২০ আগস্ট) থেকে আনুষ্ঠানিক ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। এই ক্যাম্পে অনুশীলনের সময় পায়ে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছেন পেসার হাসান মাহমুদ।

মিরপুরের হোম অব ক্রিকেটে সকাল ১০টায় অনুশীলন শুরু করেছে সাকিবের দল। বেশ কিছুদিন ধরে ব্যক্তি উদ্যোগে অনুশীলন করছিল ক্রিকেটাররা। আজ থেকে শুরু হলো আনুষ্ঠানিক ক্যাম্প। কিন্তু দিনের শুরুতে কোচিং অনুশীলন করতে গিয়ে পায়ে ব্যথা পেয়ে মাঠ ছেড়েছেন পেসার হাসান মাহমুদ। মাঠে শুয়ে কাতড়াতে দেখা যায় এই পেসারকে। পরে ফিজিওর সহায়তায় উঠে দাঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। তবে ইনজুরির সর্বশেষ অবস্থা জানা যায়নি।

এদিকে, টি-টোয়েন্টি দল থেকে সরিয়ে দেবার গুঞ্জন থাকলেও টাইগারদের অনুশীলনে আছে রাসেল ডোমিঙ্গো। দলের ব্যাটারদের পাওয়ার হিটিং নিয়ে কাজ করবেন জেমি সিডন্স। দিনের শুরুতে ক্যাচিং অনুশীলন করতে গিয়ে পায়ে চোট পেয়েছেন পেসার হাসান মাহমুদ। কাল ও পরশু ম্যাচের আদলে অনুশীলন করবে বাংলাদেশ দল।

আরও পড়ুন: বাজার ঠিক রাখতেই বড় দেশগুলো বেশি ম্যাচ খেলে: স্টাইরিস

/এম ই

Exit mobile version