Site icon Jamuna Television

দলীয়করণের কারণে সুষ্ঠু নির্বাচন করা বড় চ্যালেঞ্জ: সুজন

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।

গত দুটি নির্বাচনে সব ক্ষেত্রে যেভাবে দলীকরণ হয়েছে তাতে আগামী নির্বাচন সুষ্ঠু করা বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার।

শনিবার (২০ আগস্ট) দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বদিউল আলম মজুমদার বলেন, বর্তমান অবস্থায় কীভাবে সুষ্ঠু নির্বাচন হতে পারে তা নিয়ে রাজনৈতিক সমঝোতা প্রয়োজন। তিনি বলেন, আরপিও সংশোধন নিয়ে নতুন আইনের প্রয়োজন ছিল না। মন্ত্রণালয়ে ভেটিংয়ে পাঠিয়ে আইনটিকে ঝুঁকিতে ফেলা হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে বিচারপতি এমএ মতিন বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় কিছু ত্রুটি ছিল। সেগুলো সংশোধন করে অন্য কোনো পদ্ধতি প্রবর্তন করা যেতে পারে।

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, এককভাবে এই অবস্থার উত্তরণ ঘটানো সম্ভব না। এর জন্য রাজনৈতিক সমঝোতা দরকার। রাজনৈতিক সমঝোতার ভিত্তিতেই সেই সিদ্ধান্ত হতে পারে যে, কোনো কাঠামোতে সুষ্ঠু নির্বাচন সম্ভব। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার ব্যাপারে আমার ব্যক্তিগত কোনো প্রস্তাবনা নেই।

/এম ই

Exit mobile version