Site icon Jamuna Television

এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কার ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করলো শ্রীলঙ্কা। দলকে নেতৃত্ব দেবেন দাসুন শানাকা। দলে ফিরেছেন ভানুকা রাজাপাকশে ও দীনেশ চান্দিমাল।

লঙ্কানদের ব্যাটিং লাইনআপে আছেন পাথুম নিশানকা, দানুশকা গুনাথিলাকা, কুশাল মেন্ডিস, চারিথা আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভাদের মতো তারকারা। ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানার সঙ্গে প্রাভিন জয়াবিক্রমাকে নিয়ে সাজানো হয়েছে স্পিন আক্রমণ। পেসারদের তালিকায় রাখা হয়েছে দুশমন্ত চামিরা, চামিকা করুনারত্নে ও কাসুন রাজিথাকে। এছাড়াও দলে যায়গা পেয়েছেন আসেন বান্দারা, জেফরি ভান্ডার্সে, বিনুরা ফার্নান্দো, দিলশান মধুশঙ্কা, মাতিশা পাথিরানা ও নুয়ান্দু ফার্নান্দো।

আরও পড়ুন: পাকিস্তান বোলারদের উদ্দেশ্যই থাকতো ভারতীয় ব্যাটারদের আহত করা: শোয়েব

আগামী ২৭ আগস্ট টুর্নামেন্টে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়বে শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে তাদের আরেক প্রতিপক্ষ বাংলাদেশ। ‘এ’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান ও বাছাই পর্ব অতিক্রম করে আসা একটি দল।

জেডআই/

Exit mobile version