Site icon Jamuna Television

পিট-জোলিই কি হলিউডের পরবর্তী ডেপ-হার্ড!

ছবি: সংগৃহীত

বিচ্ছেদের পর থেকে প্রায়ই একে অপরের দিকে অভিযোগের তীর ছুঁড়েছেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি, কিন্তু শারীরিকভাবে আঘাতের ঘটনা এবারই প্রথম সামনে এলো। উলেখ্য ,২০১৬ সালে ব্যক্তিগত বিমানে ভ্রমণের সময় ব্র্যাড পিট মাতাল হয়ে জোলির সাথে মাত্রাতিরিক্ত দুর্ব্যবহার, আঘাত এমনকি তার গায়ে বিয়ার ঢেলে দেন বলেও অভিযোগ করেন জোলি । তখন এই ঘটনার তদন্ত করে এফবিআই, জিজ্ঞাসাবাদের পর তারা পিটকে ছেড়ে দেয়া হয়। এফবিআই কেনো পিটকে গ্রেফতার না করেই ছেড়ে দিয়েছিল তা নিয়ে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন জোলি।

তবে ব্র্যাড পিটও পাল্টা অভিযোগ এনেছিলেন প্রাক্তন স্ত্রী জোলির বিরুদ্ধে। পিটের অভিযোগ, জোলি ‘ইচ্ছাকৃতভাবে তার ক্ষতি করেছেন এবং বিদ্বেষপূর্ণ আচরণ’ করেছেন। ঠিক একই ধরনের অভিযোগ জনি ডেপও এনেছিলেন তার প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে। তাই কেউ কেউ বলছেন, পিট-জোলি কি হলিউডের পরবর্তী ‘জনি ডেপ-অ্যাম্বার হার্ড হতে চলছেন?

/এসএইচ

Exit mobile version