Site icon Jamuna Television

করোনায় শনাক্ত ১০০, মারা যায়নি কেউ

প্রতীকী ছবি।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেনি। আর শনাক্ত হয়েছেন ১০০ জন। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ২৬৫টি।

শনিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ৪ দশমিক ৪২ শতাংশ। এ নিয়ে মোট করোনা শনাক্ত হয়েছেন ২০ লাখ ৯ হাজার ৭৯৭ জন। এদিন সুস্থ হয়েছেন আরও ২৫৭ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৩৬৮ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩১৫ জনের।

প্রসঙ্গত, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

/এম ই

Exit mobile version