Site icon Jamuna Television

কন্তের সাথে ঝামেলায় জড়িয়ে নিষিদ্ধ টুখেল, জরিমানা ৪১ হাজার ডলার

ছবি: সংগৃহীত

টটেনহাম হটস্পারের কোচ আন্তোনিও কন্তের সঙ্গে ঝামেলায় জড়িয়ে ডাগআউটে এক ম্যাচ নিষিদ্ধ হলেন চেলসি কোচ টমাস টুখেল। সেই সঙ্গে তাকে জরিমানা করা হয়েছে ৪১ হাজার মার্কিন ডলার।

ছবি: সংগৃহীত

একই সাথে, ১৮ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে কন্তেকেও। ইংল্যান্ড ফুটবল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, টুখেল ও কন্তে দুজনই ম্যাচ শেষের আচরণ ‘অযথাযথ’ ছিল বলে স্বীকার করেছেন এবং একটি লিখিত শুনানির আবেদন করেছেন।

ছবি: সংগৃহীত

এর আগে লন্ডনের দুই ক্লাবের উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে হাত মেলানোর সময় কন্তের হাত টেনে ধরেন টুখেল। এরপর লেগে যায় দুই কোচের মধ্যে বাগ বিতন্ডা। এর আগেও ম্যাচ চলাকালীন বাকবিতণ্ডায় জড়ান এই দুই কোচ। সব মিলিয়ে চেলসি–টটেনহামের লন্ডন ডার্বিতে উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল একাধিকবার।

আরও পড়ুন: হাতাহাতি করে দুই কোচের লাল কার্ড, ড্র চেলসি-টটেনহ্যাম ম্যাচ

/এম ই

Exit mobile version