Site icon Jamuna Television

কিম একজন মেধাবী মানুষ: ট্রাম্প

সারা বিশ্বের চোখ এখন সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপের ক্যাপেলা হোটেলে। সেখানে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জন উন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিটিং শেষ করেছেন এই দুই রাষ্ট্রনেতা। বলেছেন, পরস্পরকে তারা জানতে পেরেছেন।

কিম সম্পর্কে আপনি কী জেনেছেন? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি জানালাম, কিম একজন মেধাবী মানুষ। এছাড়াও আমি জানলাম, তিনি তার দেশকে অনেক বেশি ভালোবাসেন। এর পর তারা আবারো দুই হাত প্রসারিত করে করমর্দন করেন। ট্রাম্প বলেন, আমাদের মধ্যে আরও বহু সাক্ষাৎ হবে।

এর আগে কিমের সঙ্গে বৈঠক শেষ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সবাই যা আশা করেছিলেন তার চেয়ে ভালো আলোচনা হয়েছে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version