Site icon Jamuna Television

ময়মনসিংহে কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার, গ্রেফতার ৪

ময়মনসিংহ ব্যুরো:

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এক কোটি টাকা মূল্যের এক কেজি ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। এ সময় মাদক বিক্রির তিন হাজার আটশো টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ চারজনকে আটক করা হয়।

আজ শনিবার (২০ আগস্ট) দুপুরে ময়মনসিংহ নগরীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিদফতরের উপ পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম এ তথ্য জানান।

তিনি জানান, গত রাতে অভিযানকালে ময়মনসিংহের একটি হোটেল থেকে মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা মেহেদী হাসান ও নাসিরুলকে এবং শেরপুর থেকে দুই সহোদরা রুবিনা ও রুমাকে আটক করা হয়।

মাদকগুলো চাপাইনবাবগঞ্জ থেকে শেরপুর পাচার করা হচ্ছিলো। দুই সহোদরার নামে শেরপুরে একাধিক মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে ইন্সপেক্টর চন্দন গোপাল সুর ও কবিরুল হাসান উপস্থিত ছিলেন।

জেডআই/

Exit mobile version