Site icon Jamuna Television

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেশের সার্বভৌমত্বে আঘাত: জি এম কাদের

ফাইল ছবি।

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বলেন, মন্ত্রীর বক্তব্য সার্বভৌমত্বের ওপর আঘাত। তাতে বন্ধু রাষ্ট্র ভারতও অস্বস্তিতে পড়েছে।

শনিবার (২০ আগস্ট) দুপুরে দলটির রাজধানীর বনানী কার্যালয়ে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি মুসলমানরাও দেশ থেকে চলে যাচ্ছে বলে দাবি করেন তিনি। এর কারণ হিসেবে বলেন, দেশ বসবাসের অযোগ্য। জাপা চেয়ারম্যানের অভিযোগ গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার বিষয়ে বক্তব্যের জন্য বিশ্বের কাছে হাস্যকর হচ্ছে সরকার।

/এমএন

Exit mobile version