Site icon Jamuna Television

তুরস্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৫

ছবি: সংগৃহীত

তুরস্কের দক্ষিণ-পূর্ব সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ২২ জন মারাত্মক আহত হয়েছেন। আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।

গাজিয়ানটেপ প্রদেশের গভর্নর দাভুত গুল বলেন, বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে তিনজন দমকলকর্মী, দুইজন জরুরি কর্মী এবং দুইজন সাংবাদিক রয়েছেন।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়, একটি অ্যাম্বুলেন্স, একটি অগ্নিনির্বাপক ট্রাক এবং সাংবাদিকদের বহনকারী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটেছে।

এই দুর্ঘটনার প্রকাশিত ছবিতে দেখা যায়, অ্যাম্বুলেন্সের পেছনের অংশ একেবারে ভেঙ্গে গিয়েছে এবং আশে পাশে ধাতব পদার্থ ছড়িয়ে ছিটিয়ে আছে।

/এনএএস

Exit mobile version