Site icon Jamuna Television

আবারও চাঁদে মানুষ পাঠাবে নাসা, ল্যান্ডিংয়ের স্থান ঘোষণা শিগগিরই

ছবি: সংগৃহীত।

দীর্ঘ বিরতির পর চাঁদের মাটিতে আবারও মানুষের পা পড়তে যাচ্ছে। ২০২৫ সালে নাসা চাঁদে মহাকাশচারী পাঠাবে। এ বিষয়ে এখন থেকেই কাজ করতে শুরু করেছে নাসা। চাঁদের দক্ষিণাংশে অবতরণ করবেন নাসার মহাকাশচারীরা। তবে উপগ্রহের ঠিক কোন স্থানে ল্যান্ড করবে নাসার মহাকাশযান তার ঘোষণা শিগগিরই আসতে পারে বলে জানা গেছে। এর মাধ্যমে ১৯৭২ সালে নাসার অ্যাপোলো ১৭ মিশনের পর প্রথমবারের মতো চাঁদে পা পড়বে মানুষের। ২০২৫ সালের এই মিশনের নাম দেয়া হয়েছে ‘আর্টেমিস-৩’।

নাসার অফিশিয়াল ওয়েবসাইটে এনিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, প্রতিটি অঞ্চলেই অনেকগুলি সম্ভাব্য ল্যান্ডিং সাইট আছে। মূলত ওই এলাকাগুলোর ভূখণ্ড, সেখান থেকে যোগাযোগ ব্যবস্থার সুবিধা এবং সেই সাথে সেখানকার আলোর অবস্থা পর্যবেক্ষণ করে ল্যান্ডিং সাইট নির্বাচন করে নাসা কর্তৃপক্ষ। তবে ঠিক কোন অংশে ল্যান্ড করা হবে তা নির্ধারণে কিছুটা সময় প্রয়োজন। তবে শিগগিরই নির্দিষ্ট ওই স্থানের কথা প্রকাশ করবে নাসা।

প্রসঙ্গত, মহাকাশের আরও গভীরে গিয়ে অনুসন্ধানের উদ্দেশ্যে ‘আর্টেমিস-১’ নামে একটি মিশনের উদ্যোগ নিয়েছে নাসা। মিশনের আওতায় একাধিক মিশন রয়েছে। এর প্রথমটিতে কোনো মহাকাশচারী ছাড়াই একটি মহাকাশযান যাত্রা শুরু করবে। এই মিশনে শামিল করা হয়েছে ওরিয়ন মহাকাশযান, মহাকাশে উৎক্ষেপণের জন্য এসএলএস রকেট এবং ফ্লরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টারের গ্রাউন্ড সিস্টেম।

‘আর্টেমিস-১’ মিশনের মাধ্যমে চাঁদ ছাড়াও মহাকাশের গভীরে এবং মঙ্গলে টেস্টিং সিস্টেম গড়তে চায় নাসা। এজন্য আন্তর্জাতিক অংশীদারদের সাথে দীর্ঘমেয়াদী পার্টনারশিপ গড়তে চায় তারা।

এসজেড/

Exit mobile version