Site icon Jamuna Television

পরিবারের খরচে ইউনাইটেড হাসপাতালে খালেদার চিকিৎসার আবেদন

ফাইল ছবি

পরিবারের খরচে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তার ভাই শামীম ইস্কান্দার।

মঙ্গলবার দুপুরে বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা শাখায় আবেদনপত্রটি দাখিল করেন। এসময় তার সাথে ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার আল মামুন। সাংবাদিকদের বিজন কান্তি বলেন, বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসায় আস্থা নেই খালেদা জিয়ার। তিনি চান ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে।

প্রসঙ্গত, চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানোর প্রস্তুতি নিয়েছিল কারা কর্তৃপক্ষ। পরে কারা মহাপরিদর্শক জানান খালেদা জিয়া রাজি না হওয়ায় তাকে হাসপাতালে নেয়া যাচ্ছে না।

যমুনা অনলাইন: এটি

Exit mobile version