পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় শাকিল হোসেন নামের এক ভুয়া পুলিশ অফিসারকে গ্রেফতার করেছে রাজধানীর শেরে বাংলা নগর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শ্যামলী থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, শ্যামলীর কাচালংকা রেস্টুরেন্টে পুলিশ পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে শাকিল। এ সময় শেরে বাংলা নগর থানাকে জানালে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার রুবাইয়াত জামান জানান, গত এক বছর ধরে সে এই ধরনের প্রতারণা করে আসছিল। তার কাছ থেকে পুলিশের স্টিকারসহ একটি বাইক, খেলনা পিস্তল, পুলিশের জ্যাকেট ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। বিভিন্ন সময় চাঁদাবাজি করার সময় ভুয়া ওয়ারেন্টও ব্যবহার করতো শাকিল।
/এমএন

