Site icon Jamuna Television

কুড়িয়ে পাওয়া ৫ লাখ টাকা ফিরিয়ে দিতে মাইকিং করছেন ঠাকুরগাঁওয়ের সৌরভ

রাস্তায় কুড়িয়ে পাওয়া ৫ লক্ষ টাকা প্রকৃত মালিক ফিরিয়ে দিতে মাইকিং করছেন ঠাকুরগাঁওয়ের সৌরভ।

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে একটি ব্যাগে প্রায় ৫ লাখ টাকা কুড়িয়ে পাওয়ার পর টাকার মালিকের খোঁজে মাইকিং করে প্রশংসায় ভাসছেন সৌরভ নামে এক যুবক।

শনিবার (২০ আগস্ট) সকাল থেকে টাকার মালিক খুঁজতে শহড়জুড়ে চলছে এ মাইকিং। মাইকিংয়ের ব্যাপারটি সামাজিক যোগাযোগমাধ্যমে এলে দেশজুড়ে শুরু হয় তুমুল আলোচনা। সৌরভ ঠাকুরগাঁও শান্তিনগর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ক্রোকারিজ ব্যবসায়ী।

জানা গেছে, বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে রাস্তার ধারে একটি ব্যগ পড়ে থাকতে দেখেন সৌরভ। ব্যাগ খুলে দেখেন সেখানে নগদ প্রায় ৫ লক্ষ টাকা। টাকার সন্ধানে কেউ আসবে বা শহর জুড়ে মাইকিং করা হবে- প্রথমে এমনটাই ভেবেছিলেন সৌরভ। কিন্তু ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও টাকার মালিকের কোনো সন্ধান না পাওয়ায় শনিবার (২০ আগস্ট) মালিকের সন্ধানে মাইকিং বের করেন তিনি নিজেই। আর এই মাইকিং বের হবার পর থেকেই শহর জুড়ে প্রশংসার জোয়ারে ভাসছেন সৌরভ।

মাইকিং বিষয়ে সৌরভ বলেন, মহাসড়কে ব্যাগ ভর্তি টাকা কুড়িয়ে পাই। এ টাকা হতে পারে কারো প্রয়োজনীয় টাকা। তাই টাকার প্রকৃত মালিককে টাকা ফেরত দেয়া উচিত- এই চিন্তা থেকে মাইকিং করে মালিক খোঁজা হচ্ছে। টাকার প্রকৃত মালিককে উপযুক্ত প্রমাণ দিয়ে ঠাকুরগাঁও স্টেডিয়ামের সামনে মদিনা মেশিনারিজ দোকানে এসে যোগাযোগ করতে বলা হচ্ছে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন এ ব্যাপারে বলেন, টাকা হারিয়েছে জানিয়ে কেউ এখনও আমাদের কাছে কোনো জিডি করেনি। তাই টাকার প্রকৃত মালিকের বিষয়ে এখনি আমরা কোনো সহায়তা করতে পারছি না। তবে টাকার মালিক খোঁজার এই অভিনব ঘটনাটি প্রশংসনীয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, কেউ টাকা কুড়িয়ে পেয়ে ফেরত দিতে মাইকিং করে এমনটা আমি এই প্রথমবার শুনলাম, বিষয়টি অবশ্যই প্রশংসনীয়। যিনি টাকা কুড়িয়ে পেয়েও ফেরত দিতে যাচ্ছেন তিনি অবশ্যই একজন মানবিক ব্যাক্তি। তার জন্য অনেক শুভ কামনা রইলো।

/এসএইচ

Exit mobile version