Site icon Jamuna Television

বঙ্গোপসাগরে ২ দিন ধরে নিখোঁজ ৫টি ট্রলার, উৎকণ্ঠায় অর্ধশতাধিক জেলে পরিবার

পিরোজপুর প্রতিনিধি:

নিম্নচাপের প্রভাবে পিরোজপুরের তিন উপজেলার ৫টি ট্রলার বঙ্গোপসাগরে নিঁখোজ হয়েছে। এসব ট্রলারে অর্ধশতাধিক জেলে আছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৮ আগষ্ট) সমুদ্রে ঝড়ের কবলে পড়ে এসব ট্রলার। এখনো তাদের কোনো খোঁজ না পাওয়ায় উৎকণ্ঠায় আছেন পরিবারের সদস্যরা।

জানা গেছে, গত মঙ্গলবার (৯ আগস্ট) ট্রলারগুলো পিরোজপুর থেকে বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে ছেড়ে যায়। এগুলোর মধ্যে পিরোজপুর সদর উপজেলার একটি, ভান্ডারিয়া উপজেলার দুটি এবং ইন্দুরকানী উপজেলার দুইটি ট্রলার রয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল বারী জানান, গত বৃহস্পতিবার পিরোজপুর থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ৭টি ট্রলার ঝড়ের কবলে পড়ে। এর মধ্যে ২টি ট্রলারের সন্ধান পাওয়া গেছে। বাকি ৫টি ট্রলারে প্রায় ৭০ থেকে ৭৫ জন জেলে আছেন। তাদের সাথে পরিবারের এবং আমাদের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। আমরা কোস্টগার্ডের সাথে
যোগাযোগ করেছি এবং আশেপাশের বন্দরগুলোর সাথেও যোগাযোগ অব্যহত আছে।

এসজেড/

Exit mobile version