Site icon Jamuna Television

কক্সবাজারে ট্রলার ডুবি, ২ জেলের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাবজারের সমুদ্র উপকূলে নাজিরারটেক চ্যানেলে ট্রলার ডুবির ঘটনায় ২ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন, মোহাম্মদ আবু তৈয়ব ও সাইফুল ইসলাম।

শনিবার (২০ আগস্ট) বিকেল ৫ টার দিকে মহেশখালী চ্যানেল থেকে আবু তৈয়ব ও সন্ধ্যার দিকে সোনাদিয়া চ্যানেল থেকে সাইফুলের মরদেহ ভাসতে দেখে জেলেরা। পরে স্বজনরা কোস্টগার্ডের সহায়তা মরদেহ দু’টি উদ্ধার করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্বজোনের কক্সবাজার স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার এম হামিদুল ইসলাম। নিহতদের বাড়ি কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে। 

এর আগে শুক্রবার বিকেলে নাজিরারটেক চ্যানেলে ডুবে যায় এফবি মায়ের দোয়া নামে একটি ফিশিং ট্রলার। অন্য জেলেদের সহায়তায় ট্রলারে থাকা ১৯ জেলের মধ্যে  ৮ জনকে উদ্ধার করে কোস্টগার্ড। অন্য ট্রলারে করে কুলে ফিরে আরও ৮ জন।

/এনএএস 

Exit mobile version