Site icon Jamuna Television

মেয়েকে ফিরে পেতে মায়ের আকুতি; ২ মাস আগে কলেজে গিয়ে ফেরেননি সুকন্যা

দুই মাস পেরিয়ে গেলেও রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষার্থী ইয়াশা মৃধা সুকন্যাকে উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। পরিবারের দাবি, ডিবি পুলিশ শুরুতে সহযোগিতা করলেও এখন মেয়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলে তদন্ত এড়িয়ে যাচ্ছেন।

মেয়েকে ফিরে পেতে শনিবার (২০ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন সুকন্যার মা নাজমা ইসলাম লাকী। তিনি জানান, গেলো ৬ জুলাই কলেজে গিয়ে আর ফেরেনি তার মেয়ে। তবে মেয়ের ফোনকলের তালিকা থেকে ইশতিয়াক নামে এক ছেলের সাথে কথোপকথনের রেকর্ড দেখেন তিনি। ওইদিন তার সাথে দেখা করেন সুকন্যা।

গেন্ডারিয়া এলাকায় ইশতিয়াকের সাথে ঘোরাঘুরির সিসিটিভির ফুটেজ দেখে ইশতিয়াককে গ্রেফতার করে পুলিশ। তবে ইশতিয়াক পুলিশকে জানায়, সুকন্যাকে রিকশায় তুলে দেয়ার পর আর কিছু জানেন না তিনি। সুকন্যার মায়ের অভিযোগ, মেয়ের নিজে থেকেই ফেরার জন্য অপেক্ষা করতে বলছেন ডিবি পুলিশ।

/এমএন

Exit mobile version