Site icon Jamuna Television

ভারতে বন্যা, ভূমিধস ও বজ্রপাতে নিহত ৩৭

ছবি: সংগৃহীত

ভয়াবহ দুর্যোগের কবলে ভারত। ৪ রাজ্য ও ১ কেন্দ্রশাসিত অঞ্চলে বন্যা, ভূমিধস ও বজ্রপাতে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৭ জনের।

হিমাচল প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, ওড়িষা, ঝাড়খণ্ড ও জম্মু কাশ্মির বিপর্যস্ত হয়েছে। কেবল হিমাচল প্রদেশেই প্রাণহানি হয়েছে কমপক্ষে ২২ জনের। নিখোঁজ ৫ জন।

ডুবে গেছে প্রায় সাড়ে সাতশ’ সড়ক-মহাসড়ক। গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে মানালি-চন্ডিগড় ও শিমলা-চন্ডিগড় হাইওয়েতে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত মান্দি ও কাঙ্গরা জেলা। মান্দি শহরে প্রাণ গেছে ১৩ জনের। এদের মধ্যে আটজন একই পরিবারের। ভূমিধসে বিধ্বস্ত বাড়ির নিচে চাপা পড়ে হয় মৃত্যু।

একই পরিস্থিতি পূর্বাঞ্চলেও। পানিতে তলিয়ে গেছে মাইলের পর মাইল। উত্তরাখণ্ড ও ঝাড়খন্ডে মার যায় ৪ জন করে। ওড়িষায় ৬ জন ও জম্মু কাশ্মিরে মৃত্যু হয় দুই শিশুর।

/এনএএস

Exit mobile version