Site icon Jamuna Television

তুরস্কে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬

তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। শনিবার (২১ আগস্ট) দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দুই প্রদেশে দুর্ঘটনায় আহত হন অন্তত ৪৯ জন। খবর দ্য গার্ডিয়ানের।

আহতদের আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী। মারদিন প্রদেশে একটি ফিলিং স্টেশনের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ের মধ্যে ঢুকে যায় দ্রুতগতির ট্রাক। আঘাত করে বেশ কয়েকটি গাড়ি ও পথচারীদের। একই স্থানে কিছুক্ষণ আগেই তিনটি যানের সংঘর্ষে আহত হন কয়েকজন।

এদিকে গাজিয়ানতে প্রদেশেও সামান্য সময়ের ব্যবধানে হয় দু’টি বাস দুর্ঘটনা। প্রথমটিতে কারও মৃত্যু না হলেও আহতদের উদ্ধারে নিরাপত্তা বাহিনীর তৎপরতার মধ্যেই ঘটে অপর দুর্ঘটনা। একই স্থানে আঘাত করে আরেকটি বাস। নিহতের তালিকায় আছেন তিন ফায়ার সার্ভিস কর্মী দুই স্বাস্থ্যকর্মী ও দুই সাংবাদিক। তুরস্ক সড়কে নিরাপত্তা ইস্যুতে খুবই দুর্বল। গত বছর দুর্ঘটনায় মৃত্যু হয় ৫ হাজার ৩৬২ জনের।

এটিএম/

Exit mobile version