Site icon Jamuna Television

আখাউড়া ইমিগ্রেশনের সিল জালিয়াতি, দুই যুবক গ্রেফতার

আখাউড়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তজার্তিক চেকপোস্ট ইমিগ্রেশন থেকে সিল জালিয়াতির অভিযোগে জাহাঙ্গীর আলম ও শরিফুল ইসলাম নামে দুই বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

শনিবার (২০ আগস্ট) সন্ধ্যায় আটক হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রাত সাড়ে ১১টার দিকে আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাদের সিল জালিয়াতির অভিযোগে গ্রেফতার দেখিয়ে আখাউড়া থানায় সোপর্দ করেন।

গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম (৩৫) যশোর জেলার কেশবপুর উপজেলার বেগমপুর গ্রামের বাসিন্দা ধোনাই মোল্লার ছেলে। তার পাসপোর্ট নং-(এ-০০৯৪৯৫৭৭)। অপর আসামি শরিফুল ইসলাম (৩০) যশোর জেলার মনিরামপুর উপজেলার খোজালিপুর গ্রামের জমসেদ আলী দফাদারের ছেলে। তার পাসপোর্ট নং- (ইজি- ০৩২৯৫৭৮)।

এদিকে প্রথমবারের মতো আখাউড়া ইমিগ্রেশনের সিল জালিয়াতি করে ভারতে বহির্গমনের ঘটনায় নড়েচড়ে বসেছেন পুলিশ প্রশাসন। জালিয়াতি চক্র শনাক্তের খোঁজে মাঠে নেমেছেন পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

আখাউড়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ ও গ্রেফতারকৃতরা জানায়, চলতি বছরের ২৬ জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ইন্দোনেশিয়ায় যাওয়ার চেষ্টা করে ওরা দু’জন। এ সময় শাহজালাল ইমিগ্রেশন কর্তৃপক্ষ সন্দেহভাজন ভ্রমণকারী হিসেবে তাদের পাসপোর্ট অফলোড সিল দিয়ে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেন। পরে তারা দালালের মাধ্যমে ভারতীয় ভিসা নেন। ঢাকার ওই দালাল চক্র তাদের দু’জনকে ভারত পার করে দেয়ার জন্য শনিবার সকালে ঢাকা থেকে আন্তঃনগর মহানগর প্রভাতি ট্রেন যোগে আখাউড়ায় দালালদের কাছে পাঠায়। আখাউড়ায় দালাল চক্র পাসপোর্টে সিল ও ভারতে প্রবেশে কাজের কথা বলে ওই দু’জনের কাছে ৩০ হাজার টাকা এবং ২০০ ডলার দাবি করেন। তাদের কথামতো দালাল চক্রকে টাকা ও ডলার পরিশোধ করে তারা। পরে বিকেলে ইমিগ্রেশন চেক পোস্টের শূন্যরেখায় দু’দেশের ফ্লাগ ডাউন শেষ হওয়ার পর দুইজনকে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের বহির্গমনের গেট পার করে ভারতের পাঠায় দালালরা।

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইমিগ্রেশন পুলিশ পাসপোর্টের সিল দেখে সন্দেহ হওয়ায় তাদের আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে ফেরত পাঠায়। এ সময় তাদের পাসপোর্টে দেয়া আখাউড়া ইমিগ্রেশনের সিলটি জাল থাকায় ইমিগ্রেশন পুলিশ জাহাঙ্গীর আলম ও শরিফুল ইসলামকে গ্রেফতার করে।

আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ স্বপন দাশ যমুনা নিউজকে জানান, গ্রেফতারকৃত পাসপোর্টধারী যাত্রীদের ইমিগ্রেশনের সিলটি জাল নিশ্চিত করা গেছে।

জাল চক্রের সদস্য কারা এবং কিভাবে সবার নজরদারি এড়িয়ে ওই যাত্রী ভারতে প্রবেশ করলো এমন প্রশ্নে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারকৃত পাসপোর্টধারী দুই যাত্রীকে রাতেই আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত পাসপোর্টধারী যাত্রীদের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতি মামলা প্রক্রিয়াধীন। এ ছাড়া এ চক্রের হোতাদের আটকে অভিযান চলছে। তবে মামলার স্বার্থে আখাউড়ায় দালাল চক্রের সদস্যদের নাম প্রকাশ করেননি পুলিশ।

/এনএএস

Exit mobile version