Site icon Jamuna Television

আজ পবিত্র লাইলাতুল কদর

আজ মঙ্গলবার দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর। মুসলমানদের কাছে শবেকদর মহিমান্বিত একটি রাত। ইবাদত-বন্দেগির মাধ্যমে মুসলমানরা দেশব্যাপী শবেকদর পালন করবেন।

হাজার মাসের চেয়ে উত্তম রাত্রি, লাইলাতুল কদরের সন্ধানে আজ রাত জেগে ইবাদত বন্দেগী করবেন মুসলমানরা। রমজানের শেষ ১০ দিনের বেজোড় রাত্রিতে মহিমান্বিত এ রাত্রি সন্ধানের কথা বলা হয়েছে হাদিসে। তবে অনেক আলেম মনে করেন, ২৬ রোজার দিবাগত রাতেই লাইলাতুল কদর। এই রাতে বেশি বেশি ইবাদাতের তাগিত ইসলামী চিন্তাবিদদের।

তাই বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও নিজেদের গুনাহ মাফ এবং অধিক সওয়াবের আশায় নফল ইবাদত, কোরআন তিলাওয়াত ও জিকিরের মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করবেন। শবেকদর উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ ওয়াজ মাহফিল ও বিশেষ মোনাজাতের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Exit mobile version