Site icon Jamuna Television

ইউক্রেনে যুদ্ধে বিধ্বস্ত রুশ সামরিক যানের প্রদর্শনী

ইউক্রেনে প্রদর্শিত হচ্ছে যুদ্ধে বিধ্বস্ত রাশিয়ার সামরিক যান। শনিবার রাজধানী কিয়েভের আয়োজনে ভিড় করেন দর্শনার্থীরা। দেশটির স্বাধীনতা দিবসের চার দিন আগে জনগণকে উৎফুল্ল করতে এমন প্রদর্শনী জেলেনস্কি প্রশাসনের। খবর ডেইলি মেইলের।

রাজধানীর প্রাণকেন্দ্রে একটি বিশাল সড়কের দু’পাশে রাখা হয় সামরিক যানগুলো। পুড়ে যাওয়া রুশ ট্যাংক ছিল দর্শনার্থীদের মূল আকর্ষণ। এছাড়াও তুলে ধরা হয় চলমান যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র-সরঞ্জাম। নগরবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে এ আয়োজন।

ডেইলি মেইলের গোয়েন্দা রিপোর্ট বলছে, মস্কো প্রচুর সংখ্যক যুদ্ধ যান হারিয়েছে কারণ ট্যাঙ্কগুলো বিস্ফোরক আর্মার প্রযুক্তি দ্বারা পরিপূর্ণভাবে সজ্জিত ছিল না। এদিকে ব্রিটিশ কর্মকর্তাদের অভিমত, যুদ্ধে রুশ কমান্ডারদের ভেতর শৃঙ্খলার অভাব থাকায় তারা আশানুরুপ কার্যক্ষমতা দেখাতে পারছে না।

এটিএম/

Exit mobile version