Site icon Jamuna Television

পবিত্র কাবাঘর পরিষ্কার করলেন সৌদি যুবরাজ সালমান

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, বাদশাহ সালমানের পক্ষ থেকে মক্কার গ্র্যান্ড মসজিদে পবিত্র কাবাঘর ধোয়ার কাজে অংশ নিয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) গ্রান্ড মসজিদে নামাজ আদায়ের পর তিনি কাবাঘরের পরিচ্ছন্নতার কাজে নেতৃত্ব দেন। খবর আরব নিউজের।

টুইটারে শেয়ার করা এক ভিডিওতে যুবরাজ সালমানকে এক টুকরো কাপড় হাতে কাবার ভেতরের দেয়াল মুছতে দেখা যায়। এ সময় যুবরাজের সাথে ছিলেন, ক্রিড়ামন্ত্রী যুবরাজ আবদুল্লাহ আজিজ বিন তুর্কি।

ঐতিহ্যবাহী নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে পবিত্র কাবাঘর পরিষ্কার করা হয়। কাবাঘরের দেয়াল ও মেঝে দু’রকমভাবে পরিষ্কার করা হয়। প্রথমে গোলাপ জলে ভেজানো কাপড় দিয়ে মোছা হয় কাবাঘরের দেয়াল। এরপর জমজমের পানি ঢেলে দিয়ে খালি হাতে খেজুর পাতা দিয়ে পরিষ্কার করা হয় কাবার মেঝে।

এটিএম/

Exit mobile version