Site icon Jamuna Television

ভারতে ‘টমেটো ফ্লু’ নামে নতুন ভাইরাসের আবির্ভাব

ছবি: সংগৃহীত

ভারতে ‘টমেটো ফ্লু’ নামে নতুন ভাইরাস ছড়িয়ে পড়ার ব্যাপারে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। সাধারণত ভাইরাসটি মানুষের হাত, পা ও মুখে আক্রমণ করে। কেরালা ও ওড়িশায় এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

ভারতীয় গণমাধ্যম নিউজ১৮’র প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রতিবেদন অনুসারে, ‘টমেটো ফ্লু’র ঘটনা প্রথম কেরালার কোল্লামে ঘটে। তখন থেকে ৮২ জন শিশু এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। আক্রান্ত সব শিশুর বয়স ৫ বছরের কম।

সংক্রামক রোগটি অন্ত্রের ভাইরাস দ্বারা সৃষ্ট হয়। প্রাপ্তবয়স্কদের মধ্যে এটি বিরল কারণ তাদের সাধারণত ভাইরাস থেকে রক্ষা করার জন্য যথেষ্ট শক্তিশালী ইমিউন সিস্টেম থাকে।

এই ভাইরাসে আক্রান্ত হলে রোগীর শরীরে লাল ফোসকা দেখা দেয়। ধীরে ধীরে ফোসকাগুলো টমেটোর আকারে বড় হয়ে যাওয়ার কারণে সংক্রমণটির নামকরণ করা হয়েছে ‘টমেটো ফ্লু’।

এই ভাইরাসে আক্রান্ত হওয়া রোগীদের লক্ষণগুলির মধ্যে রয়েছে উচ্চ তাপমাত্রায় জ্বর, শরীরে ব্যথা, জয়েন্ট ফুলে যাওয়া ও ক্লান্তি। এর লক্ষণগুলো অনেকটা চিকুনগুনিয়ার মতো। কিছু রোগী বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, জ্বর, পানি শূন্যতা, ফোলা জয়েন্ট ও শরীরের ব্যথাও অনুভব করেন।

/এনএএস

Exit mobile version