
স্টাফ করেসপনডেন্ট, দিনাজপুর:
দিনাজপুর সদরের শেখপুরায় একটি পরিত্যক্ত গোডাউন থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। নিহত ব্যক্তির নাম ইসরাফিল (২৫)। সে শেখপুরা ইউনিয়নের রাজারামপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।
ইসরাফিলের মা আমিজান জানান, গেল ১৯ আগস্ট শুক্রবার থেকে নিখোঁজ ছিল তার ছেলে। দু’দিন পর আজ তার লাশ উদ্ধারের খবর পান তারা। মাদকাসক্তির কারণে দুবার হাজতবাসও করেছিল তার ছেলে। তবে এই অস্বাভাবিক মৃত্যুর কারণ সম্পর্কে তারা কিছু জানেন না।
কোতোয়ালি থানার ইনচার্জ তানভিরুল ইসলাম জানান, ত্রিপল নাইনের মাধ্যমে খবর পেয়ে গোডাউন ঘরের গ্রিলের দরজার তালা ভেঙ্গে লাশ উদ্ধার করেছেন তারা। তবে ফরেনসিক বিভাগের মাধ্যমে সুরতহাল রিপোর্ট তৈরি এবং লাশ মর্গে প্রেরণসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
এটিএম/
 
				
				
				
 
				
				
			


Leave a reply