Site icon Jamuna Television

রাশিয়ায় উৎপাদিত খাদ্য ও সারের অবাধ রফতানি চায় জাতিসংঘ

রাশিয়ায় উৎপাদিত খাদ্যশস্য ও সারের অবাধ রফতানি চায় জাতিসংঘ। শনিবার (২০ আগস্ট) তুরস্ক সফরকালে এ আহ্বান জানান সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আলজাজিরার খবরে বলা হয়েছে এমন কথা।

ইস্তাম্বুল বন্দরের কাছেই নোঙর করা খাদ্যশস্যবাহী জাহাজ ইনভিনসিবল-টু পরিদর্শন করেন তিনি। এসময় নৌযান কর্তৃপক্ষের সাথে কথা বলার পর, দেন বেশকিছু পরামর্শ। পরে যৌথ সমন্বয় কেন্দ্রে গিয়ে বিবৃতি দেন জাতিসংঘ মহাসচিব।

মূলত কৃষ্ণসাগর তীরবর্তী বন্দরগুলো ছেড়ে আসা সবগুলো জাহাজ তুরস্কের কঠোর নজরদারির মধ্যে দিয়ে পেরোয় সীমানা। জুলাই মাসে জাতিসংঘ ও তুরস্কের উদ্যোগে শস্য পরিবহনের ব্যাপারে সম্মত হয় যুদ্ধরত দেশগুলো। চুক্তি স্বাক্ষরের পর থেকে এখন পর্যন্ত ২৬টি জাহাজ ছেড়েছে ইউক্রেনীয় বন্দর।

/এডব্লিউ

Exit mobile version