Site icon Jamuna Television

৩ মাসের মধ্যে রমনা থানার ওসির সম্পদের অনুসন্ধান করতে হাইকোর্টের নির্দেশ

রাজধানীর রমনা থানার ওসি মনিরুল ইসলামের সম্পদের বিষয়ে ৩ মাসের মধ্যে অনুসন্ধান শেষ করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (২১ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াৎ এর দ্বৈত বেঞ্চ এই নির্দেশনা দেন।

অনুসন্ধান চলাকালে রমনা থানার ওসিকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। তবে হাইকোর্ট জানিয়েছে, দুদক স্বাধীন প্রতিষ্ঠান, তাদের অনুসন্ধানে কোনো সমস্যা হবে না। সেই সাথে অনুসন্ধান চলাকালে দুদককে সহযোগিতা করতে ওসি মনিরুলকে নির্দেশ দেন হাইকোর্ট।

রমনার থানার ওসি মনিরুল ইসলাম বিপুল সম্পদের মালিক, বিষয়টি সম্প্রতি নজরে আনলে রিট আকারে আনার কথা বলেন হাইকোর্ট। ব্যারিস্টার সুমন হাইকোর্টকে বলেন, সরকারি এজেন্সির তথ্য মতে ওসি মনিরুল ইসলামের অজ্ঞাতনামা বিপুল সম্পদ রয়েছে।

/এমএন

Exit mobile version