Site icon Jamuna Television

রাজধানীতে ৩৭ ছিনতাইকারী গ্রেফতার

মাদকাসক্তের সংখ্যা বেড়ে যাওয়ায় রাজধানীতে বেড়েছে ছিনতাইকারী ও মলম পার্টি। র‍্যাব-৩ এর অভিযানে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৩৭ জন ছিনতাইকারী চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

রোববার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে এ কথা জানায় র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ। বলেন, এই ছিনতাইকারীরা একাধিকবার গ্রেফতার হয়েছে এবং তাদের অনেকেই জামিন নিয়ে বের হয়ে আরও বেপরোয়া হয়ে ওঠে। তারা একাধিক গ্রুপে ভাগ হয়ে ছিনতাই করতো বলেও জানান।

এদের ১০ থেকে ১৫টি গ্রুপ রয়েছে বলেও জানায় র‍্যাব। গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, রাজধানীর বাসস্ট্যান্ড, রেল স্টেশন এলাকায় ছিনতাইকারী সদস্যরা ঘোরাফেরা করে। তারপর সহজ-সরল যাত্রীদের টার্গেট করে কখনও তাদেরকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই করে থাকে।

/এমএন

Exit mobile version